Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বেফাঁস মন্তব্য ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্টের দাবি, নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে। গত ৩ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন। ট্রাম্প আরো বলেন, শেষ পর্যন্ত আমরা এখনও জয়ী হতে পারি। জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে তিনি আরো বলেন, নির্বাচনে আমরা জিততে যাচ্ছি। নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় প্রসঙ্গে ট্রাম্প নির্বাচনে জালিয়াতি করা হয়েছে বলে আবারো অভিযোগ করেন। আগামী ৫ জানুয়ারি ওই দুই প্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবেলা করবে। এর ফলাফলের ওপর নির্ভও করবে সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধান্ত আপনি নেবেন। এদিকে দেশটিতে করোনা ভাইরাসের ব্যাপক হানা সত্তে¡ও সমাবেশে অংশ নেয়া অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। এছাড়া সামাজিক দূরত্বেরও কোন বালাই ছিল না। ট্রাম্পের সাথে মেলানিয়া ট্রাম্পও ছিলেন। ট্রাম্পের আগে তিনি সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এদিকে ট্রাম্প স্পষ্ট কওে বলেছেন, তিনি বাইডেনের পরাজয় স্বীকার কিংবা নির্বাচনে জালিয়াতির অভিযোগের দাবি থেকে সরে আসা কোনটিই করবেন না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ