Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সন্তুষ্টি নিয়ে ফিরল ইসিবি প্রতিনিধি দল

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন ঘুরে দেখেছেন ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধি দল। কথা বলেছেন ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান হাই কমিশন ও মার্কিন দূতাবাসের সঙ্গে। স্বরাষ্ট্র মন্ত্রাণালয় এবং বাংলাদেশের নিরাপত্তা বিভাগ সমূহের সঙ্গে বলেছেন কথা। ৪ দিনের সফরে মিরপুর, চট্টগ্রাম এবং ফতুল্লাÑএই তিনটি ভেন্যুর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট হয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল গতকাল রাতে ছেড়েছেন ঢাকা। গতকাল ইসিবি প্রতিনিধি দলের সন্তুষ্টির কথাই জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ‘ইংল্যান্ড প্রতিনিধি দল সন্তুষ্ট। দেশে ফিরে ইসিবির সঙ্গে বৈঠকে বসবে। আনুষ্ঠানিক রিপোর্টও দিবে। তারপরই সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বাংলাদেশ সফরে এসে ইংল্যান্ড প্রতিনিধি দল যারপর নাই সিরিয়াস ছিল। তারা সম্ভাব্য টিম হোটেল, মাঠ ও বিমান বন্দর সব জায়গায় স্বশরীরে গেছেন। সেখানে কি রকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে, সংশ্লিষ্টদের কাছ থেকে তাও শুনেছেন। ইতিমধ্যে তারা আমাদের দেশের কয়েকটি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছেন। এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও একটি সভা হয়েছে। সেখানে বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করা হয়। যা দেখে ইংল্যান্ড প্রতিনিধি দল সন্তুষ্ট। জালাল ইউনুস আরও জানান, ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ও অবগত। সেখানেও কথাবার্তা চলছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্তুষ্টি নিয়ে ফিরল ইসিবি প্রতিনিধি দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ