Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল মহানগরীতে করোনায় আরো একজনের মৃত্যু

দক্ষিণাঞ্চলের দুটি পিসিআর ল্যাবই বিকল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:৫২ পিএম

করোনা সংক্রমনে বরিশাল মহানগরীতে আরো একজনের মৃত্যুর মধ্যে দিয়ে দক্ষিলাঞ্চলে মৃতের সংখ্যা ১৮৭’তে উন্নীত হল। ফলে চলতি মাসের প্রথম ৬ দিনেই দক্ষিণাঞ্চলে দুজনের মৃত্যু হল কোভিড-১৯ সংক্রমণে। গত মাসের প্রথম সপ্তাহে এঅঞ্চলে করেনা সংক্রমনে কোন মৃত্যু ছিলনা। এ পর্যন্ত গড় মৃত্যুহার ১.৮৮%। রবিবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন আরো ১৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯ হাজার ৯৩৮ জনে। ৪৮ ঘন্টায় বরিশাল মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ৭ জন। শণিবার শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে নগরীর সিএন্ডবিÑকাজী পাড়া এলাকার ৮০ বছর বয়সী একজনের মৃত্যু হয় করোনা সংক্রমনে। সে দীর্ঘদিন ধরে এ্যজমা সহ শাষতন্ত্রের উপসর্গে ভ’গছিল।
এদিকে শের এ বাংলা মেডিকেল কলেজের একমাত্র আরটি-পিসিআর ল্যাবটি গত ৪ দিনেও সচল না হবার মধ্যেই ভোলার মেশিনটিও বিকল হয়ে পড়েছে। ফলে দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাস পরিক্ষার শেষ ভরসাটুকুও বিলুপ্ত হল। গত দুুদিন ধরে দক্ষিণাঞ্চলের ৬ জেলার নমুনা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠান হচ্ছে। সেসব নমুনা পরিক্ষার ফলাফল পেতে ৩-৪ দিন সময় লাগবে। ফলে এঅঞ্চলের করোনা রোগী সনাক্ত সহ চিকিৎসাও ব্যাহত হচ্ছে।
শুক্রবার সংগৃহীত ১৮৬টি নমুনার মধ্যে ১০ জনের এবং শণিবার ৯৪ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। রবিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে করোনা পজিটিভ সনাক্তের গড় হার ১৬.৪৯%। গত ৪৮ ঘন্টায় স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেব অনুযায়ী নতুন ৩৩ জন সহ দক্ষিাঞ্চলে সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা ৯,০৯৯ জন। আর সুস্থতার গড় হার ৯১.৫৬%।
রবিবার সকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ওয়ার্ডে চিকিৎসাধীণ ছিলেন ২২ জন। এসময়ে হাসপাতালটির আইসোলেশনে ৪০ জন ও আইসিইউতে আরো ৯ জন চিকিৎসাধীন ছিলেন। আগেরদিন আইসোলেশনে ৩৪ জন ও আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।
রবিবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় বরিশালে আক্রান্ত ৯ জন সহ এ পর্যন্ত মোট আক্রান্ত ৪,৪৭৭ জনের মধ্যে ৭৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহানগরীতেই আক্রান্ত প্রায় ৩ হাজার ৪শ। মারা গেছেন ৪০ জনের বেশী। এসময়ে পটুয়াখালীতে ৩ জন সহ মোট আক্রান্ত ১,৬১৪, মৃত্যু হয়েছে ৩৯ জনের। দক্ষিণাঞ্চলের ৬ জেলার মধ্যে পিরোজপুরের অবস্থা গত দিন পনের যাবত কিছুটা ভাল। তবে ইতোমধ্যে জেলাটিতে ১,১৩৯ জন আক্রান্তের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। বরগুনাতেও ইতোমধ্যে মারা গেছেন ২১ জন। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬ জন। ভোলাতে মৃত্যু হয়েছে ৯ জনের। আক্রান্তের সংখ্যা ৯০৭। ছোট জেলা ঝালকাঠীতেও এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সরকারীভাবে আক্রান্তের সংখ্যা ৭৯৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ