Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনীর জয়ের দিন মোহামেডানের ড্র

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার জোড়া গোলে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জিতেছে ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারায় আরামবাগকে। এই জয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার চতুর্থস্থানে জায়গা পেলো আবাহনী। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান সপ্তমস্থানে।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো আবাহনী। ৪ মিনিটে সানডে চিজোবা মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের বক্সে। আরামবাগের ক্যামেরুনের মিডফিল্ডার ইয়োকো সামনিক সানডেকে আটকাতে গিয়ে ফাউল করলে পেনাল্টি পায় আকাশী-হলুদরা। সানডে নিজেই পেনাল্টি শট নিলেও আরামবাগ গোলরক্ষক মিতুল হাসান প্রথমে তার শট ফিরিয়ে দেন। ফিরতি বলে সানডে আবরো শট নিলে তা জালে জড়িয়ে যায় (১-০)। ৩৭ মিনিটে আবাহনী ফরোয়ার্ড ওয়াহেদ বল নিয়ে আরামবাগের রক্ষণদুর্গে প্রবেশ করলে গোলরক্ষক মিতুল পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু ওয়াহেদ ঠিক মত শট নিতে পারেননি। তিনি বাইরে মারলে দ্বিতীয় গোলের সহজ সুযোগ নষ্ট করে আবাহনী। প্রথমার্ধের শেষ মিনিটে লালকার্ড পান আরামবাগের ডিফেন্ডার সাদ্দাম হোসেন। তিনি আবাহনীর ইংরেজ ফরোয়ার্ড লি টাককে ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ফলে পুরো দ্বিতীয়ার্ধ আরামবাগকে ১০ নিয়ে খেলতে হয়েছে। তারপরও ম্যাচের ৬৬ মিনিটে সমতা আনার সুযোগ পেয়েছিল আরামবাগ। এসময় নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার এ্যাকন আবাহনীর ডিফেন্স ভেদ করতে সক্ষম হলেও গোল করতে পারেননি। ডি-বক্সের মধ্য থেকে তিনি বল মারেন ক্রসবারের উপর দিয়ে। উল্টো আবাহনী পেয়ে যায় দ্বিতীয় গোল। ম্যাচের ৮৫ মিনিটে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে আরামবাগ বক্সে ঢুকে পড়েন সানডে। আগুয়ান গোলরক্ষক মিতুল হাসানকে বোকা বানান ডান পায়ের আলতো প্লেসিং শটে (২-০)। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে মোহামেডান ২-২ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। এই ড্র’তে মোহামেডান ছয় ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে অষ্টম এবং সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ব্রাদার্স জায়গা পেলো নবমস্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনীর জয়ের দিন মোহামেডানের ড্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ