Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ পুরুষ কাবডি দল ঘোষণা

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্বকাপ কাবাডিকে (পুরুষ) সামনে রেখে গতকাল ২০ সদস্যের প্রাথমিক জাতীয় পুরুষ দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এখান থেকে চ‚ড়ান্তভাবে ১২জনকে নির্বাচিত করে অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ কাবাডি প্রতিযোগিতায় পাঠানো হবে। প্রাথমিক দলের সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, রুহুল আমিন, রোমান হোসেন ও আনোয়ার হোসেন (সেনাবাহিনী), জিয়াউর রহমান, তানজিল হোসেন, ফেরদৌস শেখ, আরদুজ্জামান ও তুহিন তালুকদার (নৌবাহিনী), জাকির হোসেন, সবুজ মিয়া, ইশতিয়াক আহমেদ ও জাহাঙ্গীর আলম (বর্ডার গার্ড বাংলাদেশ), এসএম আল মামুন ও সোলায়মান কবির (বিমান বাহিনী), জুয়েল শিকদার, রোমানুজ্জামান ও ফয়সাল আহমেদ (পুলিশ) এবং সাজেদ হোসেন (বাংলাদেশ জেল) ও জুয়েল মন্ডল (ফায়ার সার্ভিস)। ২০০৪ ও ’০৭ সালে বিশ্বকাপ পুরুষ কাবাডিতে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। এবারও পদক জয়ের ধারাবাহিকতায় অংশ নেবে তারা। সে লক্ষ্যে জাতীয় দলকে অনুশীলন করাতে খুব শিগগিরই ভারতীয় কোচ ঢাকায় আসছেন বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ পুরুষ কাবডি দল ঘোষণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ