নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নারী ফুটবলারদের জন্য নতুন এক নিয়ম করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এখন থেকে মাতৃত্বকালীন ছুটি হিসেবে ১৪ সপ্তাহের ছুটি পাবেন তারা। এরমধ্যে সন্তান জন্মের পর ৮ সপ্তাহের ছুটি থাকবে বাধ্যতাম‚লক। বিশ্বের সকল ফেডারেশন, ক্লাবকে এই নিয়ম মানতে হবে। এছাড়া ছুটি শেষ হলে সংশ্লিষ্ট নারী ফুটবলারকে ক্লাবে বহাল রাখতে হবে। তার চিকিৎসার সমস্ত ব্যয়ভারও বহন করতে হবে।
গতপরশু ফিফার কাউন্সিলে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফিফা সভাপতি জিওয়ান্নি ইনফান্তিনো নারী ফুটবলারদের ক্যারিয়ার আরও সুন্দর করতে এই উদ্যোগ তাদের, ‘নারী ফুটবলকে এগিয়ে নিতে হলে এসব কিছুর প্রয়োজন। মাতৃত্বকালীন ছুটি দরকার হলে পর্যাপ্ত সে ছুটি তারা পাবেন।’
১৪ সপ্তাহের ছুটি নেওয়ার সময় বেতনের দুই-তৃতীয়াংশ টাকা পাবেন সংশ্লিষ্ট ফুটবলার। গর্ভধারণের জন্য যাতে কোন সমস্যা না হয় সে বিষয়টিও দেখভাল করার কথা বলেছে ফিফা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।