বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম। একইদিন করোনা পজিটিভ এসেছে ডা. সেলিমের স্ত্রী ডা. মাকসুদা সুলতানা সৌরভী ও ছেলে মো. মাহিরের। বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন।
গতকাল শুক্রবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার ডা. সেলিম, ডা. মাকসুদা ও মাহিরের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিকালে নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহ আলম বলেন, করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম ও উনার ছেলে মাহির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে ও ডা. মাকসুদা সুলতানা দাগনভ‚ঞা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। উনাদের মধ্যে ডা. মাকসুদা সুলতানার সর্দিজ্বর থাকলেও বর্তমানের সবার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।