Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত আতাউর রহমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন ৭৯ বছর বয়সী এ নাট্যনির্দেশক ও অভিনেতা। আতাউর রহমান বলেন, আমার শারীরিক অবস্থা ভালো। চলাফেরা স্বাভাবিক আছে। তবে স্বাদ একটু কম পাচ্ছি, গন্ধ ঠিক আছে। আতাউর রহমান গত ৫০ বছরে তিন ডজনের মতো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন, দুই হাজার প্রদর্শনীতে অভিনয় করেন। বাংলাদেশের নাট্য আন্দোলনে অবদানের জন্য সরকার তাকে ২০০১ সালে তাকে একুশে পদকে ভ‚ষিত করে। নাটক ও শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি শহীদ মুনীর চৌধুরী পুরস্কার, লোকনাট্যদল পুরস্কার, কাজী মাহবুবউল্লাহ ট্রাস্ট পুরস্কারসহ নানা পুরস্কার লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ