মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কয়েকদিন আগেই ভারতের দিল্লিতে চলমান কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ দেশটির কয়েকজন কেবিনেট সদস্য। যার জেরে ভারতে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।’ আর সে কারণেই হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে বলে অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। কানাডিয়ান প্রধানমন্ত্রী ও কেবিনেট সদস্যদের এ ধরনের মন্তব্যের জেরে কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থীরা বিক্ষোভ দেখিয়েছে বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। এমনকি এ ঘটনার জেরে কানাডায় কর্মরত দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে ভারতীয় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। প্রসঙ্গত, সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ‘ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে থাকবে।’ ট্রুডোর এ মন্তব্যের জবাবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা আশা করব যে কোনো চরমপন্থী আন্দোলনের হাত থেকে কানাডার ভারতীয় দূতাবাস ও তার কর্মীরা সরকারি নিরাপত্তা পাবেন।’ এদিকে, নয়াদিল্লিতে কয়েকদফা বৈঠকের পরেও আন্দোলন থেকে সরে আসেননি ভারতীয় কৃষকরা। কৃষি আইন প্রত্যাহার না করলে আন্দোলন চলবে বলে বৃহস্পতিবার জানান তারা। সূত্র : এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।