গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপালসহ গ্রেফতারকৃত ১৮ জামায়াত-শিবির নেতাকর্মীর মধ্যে দুইজনকে তিন দিন এবং বাকিদের দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ওইসব আসামিদের গতকাল শনিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম সাজেদুর রহমান মামলার প্রধান আসামি ফখরুদ্দিন মোহাম্মদ ওরফে কেফায়েত উল্লাহ এবং মো. শাহীনকে তিন দিন এবং বাকিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলটিতে অভিযান চালায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।