Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বছরেই ঘুরে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

২০২১ সালের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতি মহামারী-প‚র্ব সময়ের অবস্থানে ফিরে আসবে। সবার কাছে টিকা পৌঁছে যাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থনীতি গতি পাবে, এমনটাই আশা করছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক সংগঠন বা ওইসিডি। গত কয়েক সপ্তাহে একাধিক টিকা বাজারে আসার কারণে শেয়ারবাজারসহ সামগ্রিক অর্থনীতিতে আশাবাদের সঞ্চার হয়েছে। ১৪ লাখ মানুষের প্রাণসহ কভিড-১৯ মহামারী চলতি বছরে বৈশ্বিক অর্থনীতিতে যে বিপর্যয় নিয়ে এসেছে, তা থেকে ঘুরে দাঁড়াতে দুই থেকে তিন বছর লাগবে, আগের প‚র্বাভাসগুলোয় এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছিল। ওইসিডির মুখ্য অর্থনীতিবিদ লরেন্স বুন সংস্থাটির একটি প্রতিবেদনে লেখেন, মহামারী শুরুর পর এই প্রথম উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ দেখা গেল। কভিড-১৯-এর টিকা ও চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতিতে আশাবাদের সঞ্চার হয়েছে এবং অনিশ্চয়তা কেটে গিয়েছে। বুন অবশ্য এও বলেন, সামনের দিনগুলো উজ্জ্বল হলেও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বড় আকারের পলিসি সহায়তা ছাড়া অর্থনৈতিক ও সামাজিক খাতে বিপর্যয় নেমে আসবে। নভেল করোনাভাইরাস ঠেকাতে বিশ্বব্যাপী কয়েক মাসের কড়াকড়ি লকডাউনের ফলে অর্থনীতিতে যে বিপর্যয় নেমেছে, তার ধাক্কায় চলতি বছরে বৈশ্বিক অর্থনীতি ৪ দশমিক ২ শতাংশ সংকুচিত হবে বলে মনে করছে ওইসিডি। তবে ২০২১ সালেই বৈশ্বিক অর্থনীতি ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে এমন প‚র্বাভাস প্যারিসভিত্তিক সংগঠনটির। বিশ্ববাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির জন্য ৩৭
সদস্য রাষ্ট্রকে পরামর্শ দেয়
ওইসিডি। এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনীতি

৩ জানুয়ারি, ২০২৩
২১ নভেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ