Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার আক্রান্ত লুইস হ্যামিল্টন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

 করোনায় আক্রান্ত হয়েছেন ৭ বারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস হ্যামিল্টন। গতকাল ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডলে এই খবর জানিয়েছে। ইতিমধ্যেই লুইস আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদেরকেও চিহ্নিত করা হয়েছে। বাহরাইন গ্রাঁ প্রি শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে।
তৃতীয় ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে করোনা আক্রান্ত হলেন লুইস। তার আগে সার্জিয়ো পেরেজ এবং ল্যান্স স্ট্রল করোনা আক্রান্ত হয়েছিলেন।পরবর্তী বাহারাইন গ্রাঁ প্রি-তে মার্সিডিজের হয়ে নামতে চলা লুইসের পরিবর্ত এখনও ঘোষণা করেনি ওই সংস্থা। এর আগে ৩ বার পরীক্ষা করে হলেও তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ৪ ডিসেম্বর প্রথম প্র্যাক্টিসের আগে তার রিপোর্ট পজিটিভ আসায় আর নামা হচ্ছে না লুইসের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুইস হ্যামিল্টন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ