মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভাইরাস নিয়ে আরো একবার মার্কিনিদের সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষ বিজ্ঞানী ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে করোনা ভাইরাস সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে। কারণ, থ্যাংকসগিভিংয়ের ছুটি উপলক্ষে লাখ লাখ মানুষ বাড়িঘরে ফিরছেন। তাই রোববার অ্যান্থনি ফাউচি বলেন, যারা এখনও সফর করেননি তাদের উচিত এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হযেছেন কমপক্ষে এক কোটি ৩০ লাখ মানুষ। মারা গেছেন কমপক্ষে দুই লাখ ৬৬ হাজার মানুষ। রোববার নাগাদ নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪০ লাখ। অক্টোবরে আক্রান্তের সংখ্যার চেয়ে এই সংখ্যা দ্বিগুণ। উল্লেখ্য, থ্যাংকস গিভিং বিশেষ এক রকম ছুটি যুক্তরাষ্ট্রে। এ সময় সেখানকার ট্রাভেল ব্যবসা থাকে জমজমাট। কারণ, লাখ লাখ মার্কিনি তার প্রিয়জনের সঙ্গে সাক্ষাত করতে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটেন। গত বছর এ সময়ে সপ্তাহে বিমানবন্দর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতাকারীর সংখ্যা ছিল প্রায় দুই কোটি ৬০ লাখ। সিএনএন, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।