মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আপনি কলেজে ভর্তি চান। কিন্তু টিউশন ফি দেওয়ার সামর্থ্য নেই আপনার। সেক্ষেত্রে কি করবেন আপনি! কোথাও থেকে ধারকর্য করে অবশ্যই কলেজে ভর্তি হতে চাইবেন। কিন্তু ইন্দোনেশিয়ার বালির একটি কলেজ এ রকম অর্থনৈতিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন্য বের করেছে অভিনব উপায় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অর্থের বদলে ফি বাবদ নারকেল দিলেও পড়াশোনা করা যাবে ওই কলেজে। বালির ওই কলেজের নাম দ্য ভেনাস ওয়ান ট্যুরিজম অ্যাকাডেমি। এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। মহামারি করোনাভাইরাসের প্রকোপ এবং তার জেরে লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়েছেন সে দেশের বহ মানুষ। লকডাউনের পর থেকে সে কলেজের অনেক ছাত্রই টিউশন ফি দিতে পারেননি। সে জন্যই ‘ফি’ হিসেবে নারকেলের কথা ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ। ওই কলেজের কর্মকর্তা আয়ান পাসেক আদি পুত্রা এ ব্যাপারে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ইনস্টলমেন্টে ফি দেওয়ার বিষয়টি আমরা আগেই চালু করেছি। বর্তমান পরিস্থিতিতে আমরা আরও নমনীয় হয়েছি। আমরা নারকেল তেল তৈরি করি। তাই কোনও ছাত্র ফি দিতে না পারলে, তার বদলে নারকেল দিলেই হবে।’’ এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।