মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামির পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকতে জিকা ভাইরাস আক্রান্ত নতুন পাঁচ রোগীর সন্ধান পাওয়া গেছে। মিয়ামির গভর্নর রিক স্কট জিকা ভাইরাসের নতুন এ এলাকার খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন করে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছে, যে এলাকায় নতুন করে জিকায় আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ পর্যন্ত মোটি ৩৬ জন জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ ভাইরাস মশা ও যৌনবাহিত। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, মিয়ামি সমুদ্র সৈকতের ৩ দশমিক ৯ কিলোমিটার এলাকাজুড়ে জিকা ভাইরাসের নতুন এলাকার সন্ধান পাওয়া গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।