মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের গুরুগ্রামের নুহ পিপরোলি গ্রামে একই ঘরের চার বোনের গলাকাটা দেহ উদ্ধার করা করেছে স্থানীয় পুলিশ। তাদের দাবী, প্রত্যেকটি খুন একই পন্থায় হয়েছে। চার মেয়ের মাকেই প্রাথমিকভাবে অভিযুক্ত মনে করা হচ্ছে। নিহতদের মা বর্তমানে হাসপাতালে আছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, চার বোনকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেওয়া হয়েছে। তা মা এই কাজ করেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। ওই নারীর নাম ফারমিনা। তার স্বামীর নাম খুরশিদ। ২০১২ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের ঘরে ৪ মেয়ে মুসকান, আলসিফা, মিসকিনা ও আট মাসের মেয়ে সন্তান জন্ম হয়। প্রতিবেশীরা বলছেন, পরিবারটি খুবই সাধারণ ও স্বাভাবিক জীবনযাপন করতো। কখনো তেমন সমস্যার কথা শোনা যায়নি। নিজ সন্তানকে এভাবে খুন করায় সবার মধ্যেই এখন একটি আতঙ্ক বিরাজ করছে। ফারমিন নিজেও আত্মহত্যা করতে চেয়েছিল। পরে এলাকবাসী তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।