Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবঢাল নিয়ে মানবিজ ত্যাগ করেছে আইএস

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার মানবিজ থেকে বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বিমান থেকে তোলা কয়েকটি ছবিতে এমনটিই দেখা গেছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। ছবিগুলোতে শতাধিক যানবাহনের একটি বহর দেখা যায়। সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) পক্ষ থেকে বলা হয়, ছবিগুলো গত শুক্রবারের। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধারা ওই গাড়িবহরে হামলা চালায়নি। কারণ, প্রতিটি গাড়িতেই বেসামরিক নাগরিকদের তুলে নিয়েছিল আইএস। এসব নাগরিক হতাহতের ঘটনা এড়াতেই গাড়িবহরে হামলা চালানো হয়নি। ধারণা করা হচ্ছে, আইএস জিহাদিরা উত্তর দিকে এগুচ্ছে এবং তাদের লক্ষ্য তুরস্ক সীমান্ত। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা ও বিশেষ বাহিনীর সহায়তায় ১০ সপ্তাহের অভিযানে মানবিজের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এসডিএফ।

গত শুক্রবারই এসডিএফ-র পক্ষ থেকে মানবিজের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা আসে। এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র কর্নেল ক্রিস গার্ভের সাংবাদিকদের বলেন, মানবিজের দখল হাতছাড়া হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর একশ’ থেকে দুইশ’ আইএস জিহাদি তাদের পরিবারের সদস্য, সমর্থক ও বেসামরিক জিম্মিদের এক জায়গায় জড়ো করে। এরপর তারা প্রতিটি গাড়িতে বেসামরিক জিম্মিদেরও তুলে দেয়। এসডিএফ যোদ্ধা ও জোটের সেনারা তাদের অনুসরণ করছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা তাদের সবাইকেই বেসামরিক নাগরিক হিসেবে বিবেচনা করছি। আমরা গুলি করছি না, শুধু তাদের উপর নজর রাখছি। অভিযান চলাকালে এসডিএফ যোদ্ধারা বেসামরিক নাগরিক হতাহত হওয়া এড়াতে আইএস জিহাদিদের নিরাপদে মানবিজ থেকে বের হয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আইএস ওই প্রস্তাব ফিরিয়ে দেয়। কর্নেল গার্ভের বলেন, আইএস জিহাদিরা গোলাগুলির মধ্যে বেসামরিক নাগরিকদের ঠেলে দিচ্ছে। যাতে তাদের গুলি লাগে এবং একে তারা নিজেদের পক্ষে প্রচারে কাজে লাগাতে পারে। প্রসঙ্গত, জুনে ইরাকের ফালুজা শহর থেকেও এভাবে বিশাল গাড়িবহরে করে পালানোর চেষ্টা করেছিল আইএস। সেবার ইরাক ও জোট বাহিনী তাদের উপর বোমা হামলা করে। হামলায় প্রায় ১৭৫টি গাড়ি ধ্বংস হয়ে যায়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবঢাল নিয়ে মানবিজ ত্যাগ করেছে আইএস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ