Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মিশিগানে নতুন মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নির্বাচনে কারচুপির অভিযোগে পেনসিলভানিয়ার আদালত দায়ের করা মামলায় হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার পক্ষে মিশিগান সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেছে রিপাবলিকান পার্টি। বৃহস্পতিবার মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার, সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন ও স্টেট ক্যানভাসারস বোর্ডের চেয়ারম্যান জেনেট ব্র্যাডশোর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। ৫৪ পৃষ্ঠার এই মামলার নথি থেকে জানা গেছে, বাদি পক্ষ নির্বাচনের ফল নিরীক্ষা, ব্যালটে অনিয়ম ও জালিয়াতির তদন্ত করতে এবং নির্বাচনে সাংবিধানিক বাধ্যতাম‚লক কাজ শেষ করার জন্য ৩ নভেম্বরের নির্বাচনী সামগ্রী আদালতের জিম্মায় নিতে বলেছে। এছাড়া মামলায় ওয়েইন কাউন্টির ডাকযোগে আসা ব্যালটের বৈধতা ও অভিযোগের পর‌্যালোচনা করতে একজন বিশেষ মাস্টার নিযুক্ত না করা পর্যন্ত সেক্রেটারি অব স্টেট এবং বোর্ড অব স্টেট ক্যানভাসারদের নির্বাচনী ফলের চ‚ড়ান্ত প্রশংসাপত্র প্রদান থেকে বিরত রাখতে আদালতকে অনুরোধ করা হয়েছে। এই মামলায় ১২ জনেরও বেশি ব্যক্তি হলফনামায় উল্লেখ করেছেন, ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় জিওপি ভোট চ্যালেঞ্জকারীদের পর্যবেক্ষণ থেকে বিরত রাখা হয়েছে এবং ডাকযোগে আসা ব্যালট গণনায় যথেষ্ট অনিয়ম হয়েছে। এদিকে মিশিগান রাজ্যের সিনেট কমিটি এবং সেক্রেটারি অব স্টেট জোসলিন বেনসন ঘোষণা দিয়েছেন, ডেট্রয়েটের টিসিএফ সেন্টারে ভোট গণনায় যে সমস্যা দেখা দিয়েছিল, আগামী সপ্তাহে সেই প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। মামলা দায়েরের একদিন পর ২৭ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প আবার ডেট্রয়েটে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। তিনি জোর দাবি জানিয়েছেন যে, তিনি এখানে জিতেছেন। তার অভিযোগ, মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে প্রকৃত ভোটারের চেয়ে অধিক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন-মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ