Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে প্রকাশ্যে কৃষকদের আত্মহত্যার চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতীয় সংসদের কৃষি আইন পাসের পর থেকে আন্দোলন জোরদার হয়। সারাদেশের মতো সেদেশের রাজধানী দিল্লিতে ঢুকে পড়েছে কৃষক। এবার এই আইনের বিরুদ্ধে প্রকাশে আত্মহত্যার চেষ্টা করে অনেক কৃষক। ভারতে কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে কৃষক অসন্তোষ ক্রমে দানা বাঁধছে। পাঞ্জাব বা হরিয়ানা শুধু নয়, অন্যান্য রাজ্যেও কিন্তু কৃষক মনে অসন্তোষ ক্রমে তীব্র আকার নিচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলন ঘিরে চরম উত্তেজনার মধ্যেই শুক্রবার ওড়িষ্যায় তিন প্রতিবাদী কৃষক আত্মহত্যার চেষ্টা করলেন। ওড়িষ্যা বিধানসভার সামনেই কটকের ওই তিন চাষি গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। ফলে কঠোর নিরাপত্তা রয়েছে। কিছু একটা ঘটতে চলেছে আন্দাজ করে নিরাপত্তারক্ষীরা দৌড়ে আসেন। তারাই তিন কৃষককে চরম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করেন। পরে ওই কৃষকদের আটক করা হয়। তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদেই বিধানসভা ভবনের সামনে এসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। জেলা সমবায় ব্যাংকে ঋণের অনিয়ম নিয়েও তারা অসন্তোষের কথা জানান। অভিযোগ, সমবায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে কোনো কাজ কিছু হয়নি। তাই কৃষকেরা প্রশাসনের নজরে আনতে চেয়েছিলেন। গত চার দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ওড়িষ্যা বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। মঙ্গলবার নয়াগড় জেলার এক দম্পতি আত্মহত্যার চেষ্টা করেন। ওই দম্পতি নাবালিকা মেয়ের খুনের ন্যায়বিচার দাবি করে আসছেন। সরকারের দৃষ্টি আকর্ষণেই তারা আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে, পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও জলকামান উপেক্ষা করে কৃষকেরা তাদের আন্দোলনে অনড় রয়েছে। দিল্লির একাধিক সীমানায় তারা অবস্থান করছেন। এর মধ্যে একাধিকবার ব্যারিকেড ভেঙে রাজধানী অভিমুখে যাওয়ার চেষ্টাও করেছেন। কৃষক সংগঠনগুলোর বক্তব্য, কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহার না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এনডিটিভি, টিআইও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষকদের-আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ