মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে প্রতিদিন কতরকমই ঘটনাই ঘটছে। বিচিত্র সব ঘটনাগুলো হয়ে উঠে সংবাদমাধ্যমের শিরোনাম। এবার ব্যাগভর্তি টাকা নিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট মান্যুয়েল জেলায়া। যদিও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার মধ্য আমেরিকার দেশটির টনকন্টন আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় জেলায়াকে। এ সময় তার ব্যাগ থেকে ১৮ হাজার মার্কিন ডলার উদ্ধার করে হন্ডুরাস কর্তৃপক্ষ। তবে দেশটির সাবেক প্রেসিডেন্টের দাবি, ওই টাকা তার নয়। তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। জেলায়ার দাবি, আমি জানি না এ টাকা কোথায় থেকে এলো। নিশ্চয়ই কেউ আমার ব্যাগে সেগুলো ঢুকিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি অন্তত ৪০০বার ভ্রমণ করেছি। আমি জানি ভ্রমণ করার সময় সঙ্গে কতো টাকা রাখতে হয়।’ স্থানীয় সংবাদমাধ্যমকে হন্ডুরাসের সাবেক এ নেতা আরও বলেন, ‘আমার ব্যাগে এ টাকা কীভাবে এলো এর তদন্ত করা জরুরি।’ আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।