Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বার্ডফ্লু শনাক্ত হওয়ায় খোলা জায়গায় পোল্ট্রি খামার নিষিদ্ধ করলো নরওয়ে সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ৫:৩৮ পিএম

বার্ডফ্লু শনাক্ত হওয়ায় নরওয়ে সরকার খোলা জায়গায় পোল্ট্রি খামার নিষিদ্ধ করেছে।নরওয়ে সরকার শুক্রবার বলেছে, একটি বন্য পাখির বার্ডফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ায় পরে তারা খোলা জায়গায় পোল্ট্রি রাখার ব্যাপারে আঞ্চলিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। নরওয়েজিয়ান ফুড সেফটি অথরিটি বলেছে, পশ্চিমাঞ্চলীয় স্যান্ডনেস মিউনিসিপালিটিতে একটি বন্য হাঁসে এইচ৫এন৮ (বার্ডফ্লু) শনাক্ত হয়েছে। -ক্যানবেরাটাইমস, জেরুসালেম পোস্ট
সরকারি এই এজেন্সি জানায়, আগামী কিছুদিন দেশের কিছু এলাকায় পোল্ট্রির জন্য কারফিউ আরোপ করা হবে, এ সময় পোষা পাখি বা পোল্ট্রি খোলা জায়গায় না রেখে অবশ্যই ছাদের নিচে রাখতে হবে। এই ভাইরাস মানুষের জন্য ক্ষতিকর নয় তবে পোল্ট্রি খামারের জন্য বিপদজনক, ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পরে ইরোপীয় দেশগুলোর মধ্যে নরওয়ে সর্বশেষ এই পদক্ষেপ নিচ্ছে। নতুন পদক্ষেপ কার্যকর না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ পোল্ট্রি খামারিদের বিশেষ করে দেশটির পশ্চিম উপকূলের খামারিদের তাদের পোল্ট্রির যত্ন এবং এ গুলোর সঙ্গে বন্য পাখির মধ্যে যোগাযোগ কমিয়ে আনতে বলেছে । খামারে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেলে রিপোর্ট জানাতে বলেছে। নরওয়ের স্যন্ডনেসে বার্ডফ্লু সংক্রমণ দেশটিতে প্রথম, তবে এরআগে শরতে ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড, রাশিয়া,আয়ারল্যান্ড এবং ব্রিটেনসহ অন্যান্য দেশে বার্ডফ্লু শনাক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ