Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত ৩০, সুস্থ ২৪ : সচেতনতায় মাস্ক বিতরণ মহানগর বিএনপির

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ৫:২৪ পিএম

গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ২৪ জন। আর এ সময়ে বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কোনো রোগীর। শনিবার (২৮ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্যানুয়ায়ী, নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে ১৮ জন রোগীই সিলেটের। আর বিভাগের সুনামগঞ্জ ৫, মৌলভীবাজার ১ ও হবিগঞ্জে ৪ জন রোগীর দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ২৪ জন রোগীর সকলেই সিলেটের। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৬৬ জন। এর মধ্যে সিলেট অর্ধেকেরও বেশি ৮ হাজার ৩৮৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৬৪ , হবিগঞ্জে ১ হাজার ৮৯২ ও মৌলভীবাজারে ১ হাজার ৮২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিভাগের ২৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৩৪৫ জন। মৃৃত্যুবরণ করেছেন ২৪৩ জন। এদিকে, করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট নগরীতে মাস্ক বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর পথচারী জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা। মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, আপ্যায়ন সম্পাদক আফজাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাকিম, সহ সাংস্কৃতিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র, সদস্য মঈনুল হক স্বাধীন, মখলিছ খান, জাবেদুল ইসলাম দিদার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সৈয়দ রহীম আলী রাসু, এনামুল হক সোহেল, নাজির আহমদ, সজিবুর রহমান রুবেল, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব, ছাত্রদল নেতা নাহিয়ান আহমদ রিপন, আলী আহমদ আলম, নির্ঝর রায় প্রমুখ। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ