নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিসিবির একাডেমির হেড কোচের দায়িত্ব করেছেন পালন রুয়ান কালপাগে। তখন জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ২০১৪ থেকে হাতুরুসিংহের ডেপুটি হিসেবে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন বুঝে। গত জুনে হাতুরুসিংহে, মারিও ভিল্লাভারায়ানের সঙ্গে দ্বিতীয় মেয়াদে তার চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নবায়ন করেছে বিসিবি। বেড়েছে বেতন-ভাতাও। টি-২০ বিশ্বকাপ শেষে ছুটি নিয়ে দেশে ফিরে গেলেও প্রায় সাড়ে তিন মাস অনুপস্থিত বাংলাদেশ দলের শ্রীলঙ্কান সহকারী কোচ রুয়ান কালপাগে। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন গত ২০ জুলাই থেকে শুরু হলেও অনুশীলন ক্যাম্পে যোগ দেননি তিনি এক মাস! ১৬ আগস্টের মধ্যে কালপাগেকে কাজে ফেরার শর্ত দিয়েছিল বিসিবি। তবে ওই আলটিমেটামে কোনো সাড়া না দেয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ ‘আমরা তাকে ১৬ আগস্টের মধ্যে কাজে আসার জন্য একটি চিঠি দিয়েছিলাম, কিন্তু তিনি কোনো সাড়া দেননি। তাই বিসিবি তার সমস্ত চুক্তি থেকে তাকে বরখাস্ত করল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।