মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। বিয়ের আসরে সাধারণত স্বর্ণালঙ্কার, হীরের গয়না, দামি গাড়ি বা ফ্ল্যাট উপহার হিসেবে প্রাধান্য পায়। তবে এবার ভিন্ন ঘটনা ঘটেছে। মেয়ের জামাইকে বিয়ের আসরেই একে-৪৭ দিয়ে বরণ করলেন মা।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) ডেইলি স্টার ইউকের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদে এ ঘটনা ঘটেছে। বিয়ের ভিডিওটি এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, বিয়ের পর জামাইকে নতুন উপহার দিতে এসে একে-৪৭ হাতে তুলে দিলেন শাশুড়ি। এই ঘটনায় জামাই নিজেও কিছুটা অবাক। তবে বন্দুকটি হাতে পেয়ে বেজায় খুশিও হয়েছেন তিনি। এছাড়া একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেওয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।