মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিকৃত ভূস্বর্গখ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা। এতে ভারতের দুই সেনা নিহতসহ আহত হন আরও কয়েকজন। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, বৃহস্পতিবার সেনাবাহিনীর টহল দলের উপর স্বাধীনতাকামীরা হামলা চালালে দুই সেনা সদস্য মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। আক্রমণকারীরা একটি গাড়িতে অস্ত্রসজ্জিত হয়ে এসে হামলা চালায়। ভয়াবহ এ ঘটনার পরপরই এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে প্রায় প্রতিদিনই গোলা বিনিময় হচ্ছে। এরই মধ্যে এই হামলার ঘটনা ঘটলো। ভারতীয় সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা ভারতীয় অবস্থান লক্ষ্য করে মর্টার বর্ষণ করে। ভারতও পাল্টা জবাব দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি। গত ১৩ নভেম্বর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি দেশের সেনাদের মধ্যে গোলাবিনিময়ে উভয়পক্ষে ছয় সেনা ও নয় বেসামরিক ব্যক্তি নিহত হয়। নিউজ এজেন্সি, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।