Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম থেকেও এলো আশাবাদ, তবে...

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ঐ সফরকে সামনে রেখে পানি ঘোলা হয়েছে অনেক। গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রসী হামলার পর নিরাপত্তা হুমকির অযুহাত দিয়ে সফরটি ভেস্তে দিতে চাইছিলো ইংল্যান্ড। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পাল্টাতে শুরু করেছে সিরিজের ভাগ্যও। সিরিজটি সফল করার লক্ষ্যে বিসিবির আগ্রহকে আমলে নিয়ে বর্তমানে বাংলাদেশে আছে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল। আগের দিন ঢাকার মিরপুরে হোম অব ক্রিকেট পরিদর্শন শেষে গতকাল গিয়েছিলো আরেক ভেন্যু চট্টগ্রামে।
সকাল সাড়ে ৯টায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনের পর পুলিশ কমিশনারের সাথে বৈঠক এবং এম এ আজিজ স্টেডিয়াম প্র্যাকটিস ভেন্যু পরিদর্শন শেষে খেলোয়াড়দের আবাসস্থল রেডিসন ব্লুতেও গেছেন তারা। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এসে মাঠ, বিভিন্ন প্রবেশপথ, মিডিয়া সেন্টার, আম্পায়ারস রুম, প্রেসিডেন্ট বক্সসহ বিভিন্ন স্থান ঘুরে দেখে সন্তুষ্টির কথা মিডিয়াকে জানিয়েছেন ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার। বিকেলে ঢাকায় ফিরে যাবার আগে এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘ঢাকার পর আমরা চট্টগ্রামে সফর করলাম। এটা আমাদের রুটিন সফর। বাংলাদেশে আসার আগে আমরা ভারতেও সফর করেছি। এদেশের সরকার, নিরাপত্তা বাহিনী থেকে আমরা ভালো সহযোগিতা পেয়েছি। এখানকার লোকজন ক্রিকেটকে খুবই ভালবাসে এবং তারা খুবই আন্তরিক।’ চট্টগ্রামের ভেন্যু সম্পর্কে ওয়াকিবহাল উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগে চট্টগ্রামে বিশ্বকাপের সময় ইংল্যান্ড দল এখানে খেলেছে। তাই চট্টগ্রামের ভেন্যু সম্পর্কে আমরা জানি।’ বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে জন কার বলেন, ‘এখন কোনো মন্তব্য করবো না। আমরা দেশে ফিরে গিয়ে বাংলাদেশে নিরাপত্তার বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবো। প্রতিবেদনটি আমাদের সরকারকে দেবো।’
এই তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দলের পাঁচ সদস্য- বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, গ্রাউন্ড অ্যান্ড ফ্যানিলিটিস ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন, বোর্ড পরিচালক এইচ আই মল্লিক, অপারেশন ম্যানেজার সাব্বির আহমেদ। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘এর আগেও ইংল্যান্ড দল চট্টগ্রামে খেলে গেছে। তাই তারা চট্টগ্রামের সুযোগ-সুবিধার বিষয়ে অবগত আছেন। আমরা আমাদের সিকিউরিটি প্ল্যান, লজিস্টিক সুযোগ-সুবিধা তাদেরকে উপস্থাপন করেছি। এছাড়া আরও বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয়তা হলে আমরা সরকারের সাথে যোগাযোগ করে তা ব্যবস্থা করবো। আমরা আশাবাদী ইংল্যান্ড দল বাংলাদেশে খেলতে আসবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম থেকেও এলো আশাবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ