মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব মিত্ররা ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান দেবে না। ইসরাইল নিয়ে পাকিস্তানের যে নীতি ছিল সেটিই বহাল থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে ভিত্তিহীন জল্পনা-কল্পনা করা হচ্ছিল পাকিস্তান সুস্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করা হচ্ছে।’ মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরি বলেছেন, ‘পাকিস্তান দৃঢ়ভাবে ফিলিস্তিনি জনগণের আত্মস্বীকৃতির সম্প‚র্ণ অধিকারকে সমর্থন দেয়। স্থায়ী শান্তির জন্য জাতিসংঘ ও ওআইসির সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধান, ১৯৬৭ সালের পূর্বে থাকা সীমান্ত এবং আল কুদস আল শরিফকে টেকসই, স্বাধীন ও সন্নিহিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানীর ব্যাপারে আমরা ইতিবাচক।’ গত সেপ্টেম্বরে পাকিস্তানের মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়। এমনকি সোমবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সউদীসফর করেছেন। তিনি সেখানে সউদীযুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকও করেছেন। এরপরই জল্পনা-কল্পনা শুরু হয় মিত্রদের পর এবার পাকিস্তানও ইসরাইলকে স্বীকৃতি দিচ্ছে কিনা। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।