গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর ওয়ারী থানা এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসীর গুলিতে আব্দুল আজিজ (৪৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বাকিতে কাজ করে না দেয়া এবং নিয়মিত চাঁদা না দেয়ায় স্থানীয় সন্ত্রাসী আদিল এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন আজিজ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং মেডিকেল সূত্র জানায়, ওয়ারি থানাধীন টিপু সুলতান রোডের জোরপুল এলাকার বাসিন্দা আব্দুল আজিজ। টিপু সুলতান রোডে বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার তিনি প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বাসার অদূরে রাস্তায় এক বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এ সময় স্থানীয় দুর্বৃত্ত আদিল তাকে গুলি করে। পেটে গুলিবিদ্ধ হয়ে আজিজ মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আজিজের ভাই খোকন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।