গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী বালুরমাঠ এলাকায় গতকাল শুক্রবার বেপরোয়া বাস চাপায় শহীদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী আলমগীর (৩০) হোসেন নামে অপর এক যুবক। হতাহতরা ধলপুরের একটি গ্রীল ওয়ার্কশপের কর্মী। এ ঘটনায় উত্তেজিত জনতা বাস চালক ও হেলপারকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে। আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আলমগীর জানান, গতকাল সকালে তারা কয়েকজন মিলে মাতুয়াইল মাঠে ফুটবল মাঠে খেলতে যান। ফেরার পথে রাস্তা পারাপারকালে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশপাশে থাকা লোকজন বাসটি আটক করে এবং বাস চালক বাচ্চু মিয়াকে আটক করে গণধোলাই দেন। আলমগীর ও গণধোলাইর শিকার বাস চালক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শহীদের বাবার নাম আব্দুল কাদের। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার হরিপুর। নিহত শহীদ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।