পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশে আমাদের সক্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রত্যেক ব্যক্তির বিশ্বাস বা অবিশ্বাসের স্বাধীনতার অধিকার উৎসাহিত করা। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একথা জানায়।
দূতাবাসের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক পেইজ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাষ্ট্রদূত মিলার করোনা মহামারীকালে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বিষয়ে আলোচনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় সহযোগিতামূলক প্রচেষ্টা ত্বরান্বিত করতে ধর্মীয় ও সুশীল সামাজিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।
রাষ্ট্রদূত মিলার তার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আমি ধর্মীয় ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে আনন্দিত। বাংলাদেশে আমাদের সক্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক ব্যক্তির বিশ্বাস বা অবিশ্বাসের স্বাধীনতার অধিকার উৎসাহিত করা।
বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা উৎসাহিতকরণ ও সুরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে দূতাবাস উল্লেখ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।