Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খাতা-কলমের হিসাব মাঠে চলে না’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

খাতা-কলমে বেক্সিমকো ঢাকার চেয়ে পিছিয়ে রাখা হয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। কিন্তু প্রথম ম্যাচে জিতেছে রাজশাহী। সবচেয়ে শক্তিশালী যাদের মনে করা হয়েছিল সেই জেমকন খুলনা হিসেবে সবচেয়ে দুর্বল ফরচুন বরিশালের কাছে হারার পথেই ছিল। শেষ ওভারে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতে তারা। টুর্নামেন্টে নামার আগে গাজী গ্রæপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানালেন, খাতায় কলমের সঙ্গে বাস্তবের ফারাক অনেকটাই।
পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দিনেই ম্যাচ খেলে ফেলেছে চার দল। বাকি দল চট্টগ্রাম আজ সন্ধ্যায় খেলবে বেক্সিমকো ঢাকার বিপক্ষে। নিজেরা মাঠে নামার আগে বাকিদের খেলা দেখা হয়ে গেছে। বোঝা গেছে উইকেটের ধরণ। এদিক থেকে কিছুটা সুবিধায় চট্টগ্রাম। গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে অধিনায়ক মিঠুন জানালেন টুর্নামেন্টের আগে করা বিশ্লেষণ ভুল প্রমাণ হচ্ছে মাঠে, ‘কালকে (গতপরশু) খেলার আগে অনেকেই চিন্তা করেছে খাতা-কলমে কারা কতটা শক্তিশালী। কিন্তু খেলা দেখে একটা পরিষ্কার ধারণা এসেছে যে মাঠের খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ খাতা কলমের না।’ প্রথম দিনে উইকেট দেখা গেছে বেশ ভালো। ব্যাটসম্যানরা উইকেটের সুবিধা পুরোটা কাজে লাগাতে পারলে বিশাল সংগ্রহ দেখাও অবাস্তব ছিল না। মিঠুনের মতে উইকেট এরকমটা থাকলে টুর্নামেন্ট যত এগুবে তত দেখা যাবে বিস্ফোরক সব ব্যাটিং, ‘উইকেট মনে হয়েছে খুব ভাল উইকেট। হাই স্কোরিং ম্যাচ হবে। যদি এরকম উইকেট থাকে তাহলে যত দিন যাবে আরও ভাল ক্রিকেট সবাই দেখবে আশাকরি।’ এর আগে দিনের ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে মুখোমুখি হবে খুলনা-রাজশাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাতা-কলম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ