Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলি আর ভারতের দাপট

আইসিসির দশক-সেরা মনোনয়নে বাংলাদেশের নেই কেউ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তো প্রতিবছরই দেয় আইসিসি। এবার আরেক ধাপ এগিয়ে চিন্তা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক দশকের সেরা নির্বাচন করতে চাইছে তারা। ছেলে ও মেয়েদের ক্রিকেটের প্রতিটি সংস্করণে তো বটেই, সব মিলিয়ে সেরা ক্রিকেটার নির্বাচনের লক্ষ্যে কাল মনোনীত ব্যক্তিদের তালিকাও প্রকাশ করেছে। সে তালিকায় ছেলেদের ক্রিকেটে বিরাট কোহলির জয়জয়কার। সব মিলিয়েই ভারতীয় ক্রিকেটারদের দাপট বেশি মনোনয়নে। দশকসেরা ক্রিকেটারের আলাদা মনোনয়ন তো পেয়েছেনই, কোহলি মনোনয়ন পেয়েছেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- ক্রিকেটের তিন সংস্করণের দশকসেরা খেলোয়াড়ের নির্বাচনেও। আর কেউ চারটি ক্যাটাগরির চারটিতেই মনোনয়ন পাননি।
অবশ্য কোহলির মনোনয়ন না পাওয়ার কারণও নেই! গত এক দশকে সব সংস্করণ মিলিয়ে ২০৯৬০ রান করেছেন ভারত অধিনায়ক। এক দশকে এত রানের রেকর্ড ক্রিকেট ইতিহাসেই আর কারও নেই।
বাংলাদেশের জন্য হতাশার হলো, কোনো সংস্করণে বাংলাদেশের কোনো ক্রিকেটারই মনোনয়ন পাননি। আর ইংল্যান্ডের জন্য বিস্ময়কর ব্যাপার, গত কয়েক বছর ওয়ানডে ক্রিকেট মাতিয়ে রাখা, বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কেউ ওয়ানডের দশকসেরা শ্রেণিতে মনোনয়ন পাননি।
ছেলেদের ক্রিকেটে চার ভিন্ন শ্রেণিতে ভারতীয়দের দাপট স্পষ্ট। বিভিন্ন শ্রেণিতে সব মিলিয়ে ৮টি মনোনয়ন পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি মনোনয়ন শ্রীলঙ্কা থেকে। অস্ট্রেলিয়ার ৪টি, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ৩টি করে, আর নিউজিল্যান্ড মনোনয়ন পেয়েছেন ২টি। ১টি করে মনোনয়ন পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।
মনোনীত তালিকা থেকে সেরা নির্বাচিত হবে দর্শকের ভোটে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে আপনিও ভোট দিতে পারেন।
দশকসেরা ক্রিকেটার (পুরুষ)
বিরাট কোহলি (ভারত)
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
জো রুট (ইংল্যান্ড)

দশকসেরা টেস্ট ক্রিকেটার (ছেলে)
বিরাট কোহলি (ভারত)
রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
ইয়াসির শাহ (পাকিস্তান)
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
জো রুট (ইংল্যান্ড)
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

ওয়ানডে ক্রিকেটার (ছেলে)
রোহিত শর্মা (ভারত)
এম এস ধোনি (ভারত)
বিরাট কোহলি (ভারত)
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

টি-টোয়েন্টি ক্রিকেটার (ছেলে)
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
বিরাট কোহলি (ভারত)
রোহিত শর্মা (ভারত)
রশিদ খান (আফগানিস্তান)
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

স্পিরিট অব ক্রিকেট
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
এম এস ধোনি (ভারত)
বিরাট কোহলি (ভারত)
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
আনিয়া শ্রাবশোল (ইংল্যান্ড)
ক্যাথেরিন ব্রান্ট (ইংল্যান্ড)
মিসবাহ-উল-হক (পাকিস্তান)
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)

দশকসেরা ক্রিকেটার (মেয়ে)
সারাহ টেইলর (ইংল্যান্ড)
এলিস পেরি (অস্ট্রেলিয়া)
মিতালি রাজ (ভারত)
মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ)
সুজি ব্যাটস (নিউজিল্যান্ড)

ওয়ানডে ক্রিকেটার (মেয়ে)
ঝুলন গোস্বামী (ভারত)
মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
সুজি ব্যাটস (নিউজিল্যান্ড)
এলিস পেরি (অস্ট্রেলিয়া)
মিতালি রাজ (ভারত)
স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ)

টি-২০ ক্রিকেটার (মেয়ে)
আনিয়া শ্রাবশোল (ইংল্যান্ড)
মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
এলিস পেরি (অস্ট্রেলিয়া)
সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)
ডিয়েন্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের-দাপট

২৬ নভেম্বর, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ