Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রুশ হুঁশিয়ারিতে পালিয়ে গেল মার্কিন ম্যাককেইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসকারী একটি জাহাজকে নিজেদের নৌসীমা থেকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে রুশ যুদ্ধজাহাজ। মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, জাপান সাগরে অ্যাডমিরাল ভাইনোগ্রাডভ নামে একটি রুশ যুদ্ধজাহাজ প্রথম দফায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জন এস ম্যাককেইনকে মৌখিকভাবে সতর্ক করে। কিন্তু এতে কোনো সাড়া দেয়নি মার্কিন জাহাজটি। কিন্তু জাপান সাগরের রুশ পানিসীমা না ছাড়লে ওই মার্কিন রণতরীকে আঘাত করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয়। এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় ওই পানি সীমানায়। রাশিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, হুঁশিয়ারির পর মার্কিন যুদ্ধজাহাজ ‘জন ম্যাককেইন’ দ্রুত আন্তর্জাতিক পানিসীমায় চলে যায়। দু’দেশের জাহাজ মুখোমুখি অবস্থানের ফলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছিল। গণমাধ্যমে বলা হয়েছে, রাশিয়ার প্রশান্ত মহাসাগরের নৌ-বহর থেকে যাওয়া যুদ্ধজাহাজটি মার্কিন যুদ্ধ জাহাজ অনুসরণ করছিল। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের জাহাজটি নিজেদের পানিসীমা অতিক্রম করে প্রায় দুই কিলোমিটার ভেতরে চলে আসে বলে দাবি মস্কোর। মস্কো জানায়, রুশ পানিসীমা থেকে বিতাড়িতের পর আর দেখা যায়নি মার্কিন জাহাজটিকে। যদিও এমন পরিস্থিতিতে ওই এলাকায় থমথমে রয়েছে। সবশেষ ২০১৮ সালে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, রাশিয়ার উপকূল থেকে ১২ মাইল দ‚রের কোনও অঞ্চল আন্তর্জাতিক আইন অনুযায়ী মস্কোর অধীনে থাকার কথা নয়। বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন-ম্যাককেইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ