প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী হিসেবে শ্রোতাপ্রিয় মনির খান সঙ্গীতাঙ্গণে রজতজয়ন্তীতে পৌঁছেছেন। ২৫ বছর আগে ২৫ নভেম্বর বিউটি কর্ণার থেকে তার প্রথম একক গানের অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই প্রকাশিত হয়েছিলো। এ উপলক্ষে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। আজ বিকেল তিনটায় রাজধানীর সেগুনবাগিচায় তার প্রথম অ্যালবামের সাথে সংশ্লিষ্ট সবাইকে সম্মাননা জানানো হবে। সম্মাননা গ্রহন করবেন ‘তোমার কোন দোষ নেই’ অ্যালবামের গীতিকার, সুরকার মিল্টন খন্দকার, সঙ্গীতায়োজক ফরিদ আহমেদ, বিউটি কর্ণার’র কর্ণধার নূরুল্লাহ মিলু, সাউন্ড ইঞ্জিনিয়ার পান্না আজম ও পোস্টার ডিজাইনার জহুরুল হক। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, মানাম আহমেদ’সহ আরো অনেকে। নিজের প্রথম অ্যালবামের বিশেষ আয়োজন করতে পেরে আবেগাপ্লুত মনির খান। মনির খান বলেন, ‘যাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তারা ছাড়াও আরো অনেককে আমি খুঁজেছি যারা আমার প্রথম অ্যালবমাটির সাথে সংশ্লিষ্ট ছিলেন। যেমন যে ছেলেটি গান রেকর্ডিং-এর সময় মাইক্রোফোনটা ধরতে সহযোগিতা করেছিলো, যারা আমার পোস্টার রাত জেগে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছিলো তাদের খুঁজে পাইনি, তাই কিছুটা কষ্ট রয়েছে। তারপরও আল্লাহর অশেষ রহমতে যতটুকু করতে পারছি, তাতেই সন্তুষ্ট আমি। তিনি জানান, প্রথম অ্যালবামের জন্য আমি কোন পারিশ্রমিক পাইনি, তা নিয়ে কোন দুঃখবোধ ছিল না। কারণ, প্রথম অ্যালবামে মানুষের যে ভালোবাসা পেয়েছি, তাতেই আমি আজকের মনির খান হয়ে উঠতে পেরেছি।’ মনির খান জানান তার ‘মনির খান সংসদ’, ‘মনির খান ফ্যানস টুয়েন্টিফোর’ ও ‘মনির খান সংঘ’ই মূলত এই অনুষ্ঠানের আয়োজক। মনির খানের গানে হাতেখড়ি ওস্তাদ রেজা খসরুর কাছে। তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ৪৩টি। এখন পর্যন্ত প্রায় ৫০০ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। প্রথম প্লে-ব্যাক করেন ‘সংসারের সুখ দুঃখ’ সিনেমায়। সিনেমায় দ্বৈত গান বেশি গেয়েছেন কনকচাঁপার সঙ্গে। তাদের প্রথম দ্বৈতগান ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানেন আমি তোমাকে কতোটুকু চাই’। মনির খানের বাবা মো: মাহবুব আলী খান, মা মোছাম্মৎ মনোয়োরা খাতুন। তার স্ত্রী ইতি, দুই সন্তান মৌনতা ও মুহুর্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।