Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান এখন মেশিন গান হয়ে গেছে-মনির খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ক্যারিয়ারের ২৫ বছর রজতজয়ন্তী উদযাপন করেছেন। তার ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেন তিনি। গত ২৬ নভেম্বর এই অ্যালবাম সংশ্লিষ্ট গীতিকার-সুরকারসহ সকলকে সম্মাননা প্রদান করেন। মনির খান বলেন, আমি শেকড়ের সন্ধানে নেমেছি। যাদের কল্যাণে আমি এতদূর আসতে পেরেছি তাদেরকে সম্মাননা দিতে পেরে আমি আনন্দিত। আমি অতীতকে মনে রেখে সামনে এগিয়ে যেতে চাই। এদিকে মনির খানের প্রথম অ্যালবাম নিয়ে বিতর্ক উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গীতিকার-সুরকার হাসান মতিউর রহমান জানান, তার কথা ও সুরে ‘ভুলে গেছ দুঃখ নেই (হৃদয়হীনা)’ মনির খানের প্রথম একক অ্যালবাম। তোমার কোনো দোষ নেই’ প্রথম অ্যালবাম নয়। এ ব্যাপারে মনির খান বলেন, এটি সবাই জানেন যে, ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামটি আমি প্রথম মুক্তি দিয়েছি। জানিনা কেন তিনি এমন বলছেন। আমি মতি ভাইয়ের কয়েকটি গান করেছি। কিন্তু সেই গানগুলো আমার প্রথম অ্যালবামটি প্রকাশের পর পর তিনি মুক্তি দেন। আগে রেকর্ডিং করা আর প্রকাশ করা তো এক কথা নয়। আমার শুরুর দিকের এখনো অনেক গান আছে যেগুলো প্রকাশিত হয়নি। ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামের প্রচ্ছদেও লেখা আছে এটি আমার প্রথম অ্যালবাম। এ সময়ের গান নিয়ে মনির খান বলেন, গান এখন মেশিনগান হয়ে গেছে। সবাই শিল্পী হবার প্রতিযোগিতায় নেমেছে। গান গাওয়াকে অনেক সহজ মনে করা হয়। এই অঙ্গনে বাইরের কিছু মানুষ প্রবেশ করে শিল্পটিকে নষ্ট করছে। এমন এমন কথার গান আজকাল প্রকাশ হচ্ছে যেগুলো সংস্কৃতির ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। এদিকে মনির খান বর্তমানে নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান। তার ইউটিউব চ্যানেলের জন্য নতুন গানের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যও গান করছেন তিনি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনির-খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ