Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইব্রাহিমোভিচকে হারাল ইন্টার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

দারুণ ছন্দে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ চলে গেলেন মাঠেন বাইরে। মাংসপেশিতে চোট পেয়েছেন এসি মিলানের এই সুইডিশ স্ট্রাইকার।

সিরি ‘আ’য় রোববার নাপোলির বিপক্ষে ম্যাচে চোট পান ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তার জোড়া গোলে দশ বছরেরও বেশি সময় পর নাপোলির মাঠ থেকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে এসি মিলান।
দলের তারকা এই খেলোয়াড়ের চোটের বিষয়টি সোমবার নিশ্চিত করলেও তার সেরে উঠতে কতদিন লাগবে তা জানায়নি ইতালির ক্লাবটি। এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।
চলতি মৌসুমে লিগে ছয় ম্যাচে সর্বোচ্চ দশ গোল করেছেন ইব্রাহিমোভিচ।
ইউরোপা লিগে আগামীকাল রাতে ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে খেলবে মিলান। আগামী ৩ ডিসেম্বর প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক। আগামী ১০ ডিসেম্বর স্পার্তা প্রাগের বিপক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তিন ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বর দল এসি মিলান।
সিরি ‘আ’য় আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা এসি মিলান আগামী রোববার খেলবে ফিওরেন্তিনার বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইব্রাহিমোভিচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ