মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমি পেদনেকার জানিয়েছেন তিনি এমন প্রজেক্টই বেছে নেন যেটি বিনোদনের পাশাপাশি কোনও বানি পৌঁছে দেয়। “এ ফিল্মকে অবশ্যই বিনোদন দিতে হবে, তবে পাশাপাশি দর্শকের কাছে এমন বানি পৌঁছে দেবে যা তাদের ভাবনাকে ভালোর জন্য বদলে দেবে। আমার অধিকাংশ ফিল্মেই এমন সামাজিক বানি আছে, এমনকি ‘পতি পত্নী অওর উও’ পূর্ণাঙ্গ বিনোদনধর্মী ফিল্ম হলেও তাতে বলা হয়েছে সামাজিক চাপে পড়ে বিয়ে অনুচিত। দাম্পত্য জীবন নারীরও বাছাইয়ের বিষয়,” ভূমি বলেন। ২০১৫তে ‘দম লাগা কে হাইশা’ দিয়ে ভূমির বলিউডে অভিষেক হয়েছে, এরপর থেকে তিনি তার পারফরমেন্স দিয়ে তার অভিনয়ে দক্ষতা প্রমাণ করেছেন। “প্রতিটি ফিল্মেরই বাঁধা দর্শক আছে, আমার জন্য, মূল দর্শকদের জন্য চলচ্চিত্রটি বিনোদনের হতে হবে। যদি তা দিতে ফিল্মটি ব্যর্থ হয় তাহলে সেটির উদ্দেশ্যই ব্যর্থ হল। আমার প্রতিটি ফিল্মই সেই দর্শকদের কাছে পৌঁছেছে, তারা সমাজ আর নারীর ক্ষমতায়ন নিয়ে ফিল।মগুলোর বানী বুঝতে পেরেছে। ফিল্ম সফল হবেই এমন কোনও ফর্মুলা নেই। এটি এক ধরনের জুয়া, তবে খাঁটি লক্ষ্য নিয়ে ফিল্ম নির্মাণ করতে হবে যাতে সেটি সাধারণ দর্শককে স্পর্শ করতে পারে। সৌভাগ্যক্রমে আমার ফিল্মগুলো সফল হয়েছে। আমার পিপাসা মেটার পাশাপাশি আমি স্বীকৃতিও পেয়েছি,” ভূমি আরও বলেন। ভূমিকে আগামীতে স্বপরিচালনায় ‘দুর্গাবতী’তে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।