Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ২০টি স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ৩:০২ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জেলার ২০টি স্থানে ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ১৬২টি মামলায় ২৭ হাজার ১ শত ৫০ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার দূপুরে শহরের কুসুমবাগ, আদালত এলাকায়, বেজবাড়ি মোড়, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে কিছু মাস্ক বিতরণ করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহবান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং অন্যান্য ব্যক্তিবর্গ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ