Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিন পেয়েই বাদীর বাড়িতে আগুন

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জয়পুরহাটের কালাইয়ে শামছদ্দিন হত্যা মামলায় জামিনের পর নিহতের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে কালাই উপজেলা মাত্রাই কুসুমসারা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের বেড়া দেয়াকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি মাহবুবুর রহমান মাবুদের বাবা শামছদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যায় স্থানীয় ১৩ জনের নামে আসামি ও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে কালাই থানায় মামলা করা হয়। মামলার কয়েক মাস পর আসামিরা বিভিন্ন সময়ে জামিনে মুক্তি পায়। তারপর থেকে নিহতের পরিবারকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিল ওই মামলার আসামিরা। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরের দরজায় ছিকল দিয়ে জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে দুটি ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়।
নিহত শামছদ্দিনের বড় ছেলে মাহবুবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, বাড়িতে যখন দাউ দাউ করে আগুন জ¦লছিল। তখন আমাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমাদের নিরাপত্তা নেই, আমার বাবাকে হত্যা করেছে, এখন আমাদেরকেও বিভিন্নভাবে ক্ষতি ও হত্যার চেষ্টা করছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি ।
নিহত শামছদ্দিন হত্যার মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার সাথে আমরা জড়িত নই । আমাদের বিরুদ্ধে মামলা করলে কিছু করার নেই। আমরা আইনে মোকাবেলা করবো। স্থানীয় মাত্রাই ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল বলেন, মাবুদের বাবা শামছদ্দিনকে হত্যার পর আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর তার পরিবারের সদস্য নানাভাবে হুমকি দিয়ে আসছে। এরই জের ধরে পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে আমাদের ধারণা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।
এ ব্যাপারে কালাই থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, মাত্রাই এলাকায় একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে লিখিত অভিযোগ এখোনো আসেনি, অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ