মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের দক্ষিণপঞ্চিমাঞ্চলীয় তিব্বত স্বশাসিত অঞ্চলে শীতের আগমন ও ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা অব্যাহত থাকায় সেখানে মোতায়েন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সীমান্ত প্রতিরক্ষা সেনাদের নতুন-প্রজন্মের অফ-রোড অ্যাসল্ট ভেহিকেল, ইনটেলিজেন্ট ইকুইপমেন্ট সরবরাহ করা হয়েছে। তিব্বত মিলিটারি কমান্ডে যুক্ত পিএলএ’র একটি ব্যাটালিয়ন স¤প্রতি তৃতীয়-প্রজন্মের ডংফেং মেংশি ভেহিকেল পেয়েছে বলে শনিবার মিডিয়ার এক খবরে বলা হয়। পিএলএ’র সীমান্ত প্রতিরক্ষা বাহিনীকে হিমলায়ের উত্তর ঢালে এসব ভেহিকেল ব্যবহার করতে দেখা গেছে। এই অঞ্চলে অক্সিজেনের মাত্রা সমতলভ‚মি থেকে ৪০% কম। এসব অ্যাসল্ট ভেহিকেলের বর্ম অনেক পুরু, ইঞ্জিনও বেশি শক্তিশালী। এগুলোতে ভারি মেশিনগান ও রকেট লাঞ্চার বসানো যায়। ফলে সেনাদের ফায়ারপাওয়ার ও গতিশীলতা অনেক বেড়ে যায় বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। সম্প্রতি সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর সহায়তায় নতুন গোয়েন্দা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। ভারত সীমান্তের গিরিপথগুলোর নজর রাখতে এখন রিমোট মনিটরিং সিস্টেম ব্যবহার করছে পিএলএ সেনারা। ৪,৫০০ মিটার উচ্চতায় থাকা সেনাদের আওতায়ভুক্ত এলাকায় টহল দিতে চারদিন লাগে। কিন্তু মাত্র চারজন সেনা ইন্টেলিজেন্ট সিস্টেমের মাধ্যমে গোটা এলাকায় সারাদিন নজর রাখতে পারে। এই সিস্টেমে একটি মাল্টি-ফাংশনাল স্কোপ ব্যবহার করা হয় যা তুষারপাত, বরফে আচ্ছাদিত ভূমি, ইত্যাদি পরিবেশে এমনভাবে এডজাস্ট করা যায় যাতে সব দৃশ্য স্পষ্ট হয়ে ওঠে। একই সঙ্গে রেকর্ডও করা যায়। সেসব বন্ধুর এলাকায় মানুষ যেতে পারে না সেগুলোর উপর নজর রাখতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। অ্যাডভান্সড লজিস্টিকস সাপোর্ট সরঞ্জামের মধ্যে রয়েছে গ্রাফিনের তৈরি স্মার্ট ওয়ার্ম ক্লদিং, বহনযোগ্য অক্সিজেনারেটর ও মাল্টি-ফাংশনাল ডাইনিং ভেহিকেল। ফলে তিব্বতের মতো কঠিন শীতল পরিবেশে সেনাদের উষ্ণ রাখা, বাড়তি অক্সিজেন যোগান ও গরম খাবার সরবরাহ করা যাচ্ছে। চীন-ভারত সীমান্ত উত্তেজনা এখন শীতকালে প্রবেশ করছে। গ্লােবাল টাইমস, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।