নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা রোমাঞ্চকর ম্যাচে মারাত্মক এক ভুল করে বসলেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তার গলদের পুরো ফায়দা তুলে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এক দশকেরও বেশি সময় পর স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে হারাল তারা।
গতপরশু রাতে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে ১-০ গোলে জিতেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। বিরতির আগে জয়সূচক গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড ইয়ানিক কারাসকো। মাদ্রিদ শহরের দলটি শেষবার লিগে বার্সাকে হারিয়েছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে। সেবার ২-১ ব্যবধানে জিতেছিল তারা। এরপর টানা ২০ ম্যাচ কাতালানদের বিপক্ষে জয়হীন ছিল তারা। অবশেষে স্মরণীয় জয় তুলে নিল অ্যাটলেটিকো।
একই রাতে সাত পরিবর্তন নিয়ে খেলতে নামা রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল ম্যাচের শুরুতে। বিরতির পর উজ্জীবিত ফুটবল খেলে গোল শোধ করল ভিয়ারিয়াল। নিজেদের মাঠে টানা তৃতীয় মৌসুমে লস ব্লাঙ্কোসদের রুখে দিলো তারা। ম্যাচটি শেষ হয়েছে ১-১ ব্যবধানে।
চোট ও করোনাভাইরাসের কারণে অধিনায়ক সার্জিও রামোস, করিম বেনজেমা, কাসেমিরোসহ বেশ কয়েকজনকে এই ম্যাচে পায়নি রিয়াল। সুস্থ হয়ে ফিরলেও বাকিদের অভাব প‚রণ করতে পারেননি এডেন হ্যাজার্ড। দীর্ঘদিন পর একাদশে ফেরা মারিয়ানো দিয়াজের লক্ষ্যভেদের পর স্পট-কিক থেকে স্বাগতিকদের সমতায় ফেরান জেরার্দ মোরেনো। ভিয়ারিয়ালের মাঠে রিয়ালের সবশেষ জয়টি ছিল ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। সেবার ৩-২ গোলে জিতেছিল দলটি। আর চলতি মৌসুমে সবশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে জিনেদিন জিদানের দল। আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।
আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে তৃতীয় হারে মাত্র ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। শিরোপাধারী রিয়াল মাদ্রিদ নয় ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়ালের পয়েন্ট ১৯। তারা রয়েছে তালিকার তিনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।