Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার আক্রান্ত রিয়ালের ইয়োভিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কঠিন সময়ের মধ্য দিয়ে চলা রিয়াল মাদ্রিদ আরেকটি ধাক্কা খেল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের স্ট্রাইকার লুকা ইয়োভিচ। লা লিগায় গতকাল বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় স্বাগতিক ভিয়ারিয়ালের মুখোমুখি হয় রিয়াল। আন্তর্জাতিক বিরতির পর এটাই ছিল জিনেজিন জিদানের দলের প্রথম ম্যাচ। তার আগে রিয়াল জানায়, শুক্রবার ইয়োভিচের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সার্বিয়ান এই স্ট্রাইকারকে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নাও পেতে পারেন জিদান। নেগেটিভ রিপোর্ট না এলে ইয়োভিচ মিস করতে পারেন আরও বেশ কিছু ম্যাচ।
রিয়াল শিবিরে করোনাভাইরাসের থাবা এই প্রথম নয়। এর আগে কাসেমিরো, মিলিতাও এবং এদেন আজার আক্রান্ত হয়েছিলেন। তবে তিন জনই ফিরেছেন অনুশীলনে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়োভিচ-আক্রান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ