Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লাস্টিকের বোতলে ভরে পাচার হচ্ছিল টিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে একটি জাহাজে করে পাচার করার সময় প্লাস্টিকের বোতলে ভরা ৭৪টি টিয়া উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি বড় বাক্স থেকে পাখির আওয়াজ শুনে তল্লাশি চালিয়ে ৬৪টি জীবিত ও ১০টি মৃত টিয়া উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র দোদিক জুনাইদি বলেন, ‘জাহাজের ক্রুরা আমাদের জানান যে একটি বড় বাক্সের ভেতরে প্রাণী রয়েছে। সেখান থেকে অদ্ভুত আওয়াজ আসছে।’ এরপর পাখিগুলোকে উদ্ধার করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া টিয়াগুলো ব্ল্যাক-ক্যাপড লরিস নামে পরিচিত। এগুলো নিউগিনিসহ দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী দ্বীপগুলোতে পাওয়া যায়। এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় হুমকির মুখে থাকা সবচেয়ে বেশি সংখ্যক পাখির প্রজাতি রয়েছে। এ ছাড়া দেশটিতে ব্যাপক আকারে পাখির অবৈধ বাণিজ্য রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাচার-টিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ