Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাইডেনের আগমনে স্পষ্ট হয়ে উঠেছে ফ্রান্স-জার্মানির ফাটল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

প্রতিরক্ষায় ইউরোপের স্বনির্ভরতার ‘বিভ্রান্তি’ নিয়ে জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সতর্কবাণীতে বেশ নড়েচড়ে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি এতটাই ধাক্কা খেয়েছেন যে গত এক মাসে ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকে নিয়মিত উঠে আসছে এ বিষয়টি। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমরা এটাকে অনাকাক্সিক্ষত ঘটনা হিসেবে দেখছি এবং তা চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের নীতির সঙ্গে যায় না। গত ২ নভেম্বর পলিটিকোতে প্রকাশিত এক কলামে জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানাগ্রে ক্রাম্প-কারেনবাউয়ার লেখেন, প্রতিরক্ষার জন্য অনাগত দিনগুলোতেও ইউরোপকে ওয়াশিংটনের ওপর নির্ভর করতে হবে। ইউরোপের ‘কৌশলগত স্বনির্ভরতার’ প্রবক্তা মাখোঁ এ অবস্থানের তীব্র বিরোধিতা করেন এবং তিনি যুক্তি দেখান, প্রতিরক্ষায় অধিকতর স্বনির্ভর ইউরোপকেই সম্মান করবে যুক্তরাষ্ট্র। এ ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে আড়ালে-আবডালে ইউরোপের দুই ক্ষমতাধর দেশের মধ্যে ফাটল কতটা তীব্র হয়েছে। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মাখোঁ যেভাবে ইউরোপীয় স্বনির্ভরতার ধারণা গত চার বছরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, বাইডেনের জয়ে তা বড় একটা ধাক্কা খেল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স-জার্মানির-ফাটল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ