Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকচালক আটক

বশেমুরবিপ্রবির ৪৯ কম্পিউটার চুরি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক চালক ইমরানকে আটক করে পুলিশ। মামলার তদন্ত-কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, বুধবার ট্রাক চালক ইমরানকে আটক করা হয়। ইমরান সদর উপজেলার বরফা গ্রামের বাসিন্দা। জানা যায়, গত ২৬ জুলাই বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে চুরি হওয়া ৪৯টি কম্পিউটার ট্রাক চালক ইমরান গোপালগঞ্জ থেকে ঢাকা নিয়ে মহাখালীর হোটেল ক্রিস্টল ইনে রাখে। ১৩ আগস্ট সেখান থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার ও দুইজনকে আটক করে পুলিশ।
পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আরও পাঁচজনকে আটক করে পুলিশ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারগুলো চুরির সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তবে এখনও বাকি ১৫টি কম্পিউটারের হদিস মেলেনি। অভিযোগ রয়েছে, মূলহোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, তদন্তের স্বার্থে আমরা এখনই কোনো তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ