Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোকোভিচকে হারিয়ে সেমিতে মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে এটিপি ফাইনালসের সেমি-ফাইনালে উঠেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। গতপরশু রাতে লন্ডনে জোকোভিচের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ২৪টি আনফোর্সড এরোর ও পাঁচটি ডাবল ফল্ট করা সার্বিয়ান তারকা চার নম্বর বাছাই মেদভেদেভের বিপক্ষে হারেন ৬-৩, ৬-৩ গেমে। বছরে এটি তার চতুর্থ হার। ‘টোকিও ১৯৭০’ নামের গ্রুপ থেকে ৩৩ বছর বয়সী জোকোভিচের অবশ্য এখনও শেষ চারে খেলার সুযোগ রয়েছে। এজন্য গ্রুপের শেষ রাউন্ডে আজ হারাতে হবে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে। আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে পঞ্চম বাছাই জেভেরেভও বাঁচিয়ে রেখেছেন সেমি-ফাইনালের আশা। ‘লন্ডন ২০২০’ নামক আরেক গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে হারানো ডমিনিক টিম। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন মৌসুম শেষের এই টুর্নামেন্ট। প্রতি গ্রুপে সবাই একে অন্যের মুখোমুখি হন একবার করে। দুই গ্রুপের সেরা দুই জন খেলোয়াড়কে নিয়ে হয় সেমি-ফাইনাল। এরপর ফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিতে-মেদভেদেভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ