Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তামিমদের হারিয়ে পিএসএলের নতুন চ্যাম্পিয়ন করাচি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

টানা তৃতীয় ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। পিএসএলের ফাইনালে তার দল লাহোর কালান্দার্সও পেল না বড় সংগ্রহ। বাবর আজমের ফিফটিতে শিরোপা জয়ের উৎসবে মাতল করাচি কিংস। করাচির জাতীয় স্টেডিয়ামে গতপরশু রাতে পঞ্চম আসরের ফাইনালে করাচি জিতেছে ৫ উইকেটে। ১৩৫ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৮ বল বাকি থাকতে। দুই দলই প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল।
৩৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আগের দুই ম্যাচে করেছিলেন ২০ বলে ৩০ ও ১০ বলে ১৮। উইকেটে বাউন্স ছিল অসমান। বল বেশ থামছিলও। টাইমিং পেতে ভুগতে হচ্ছিল ব্যাটসম্যানদের। ম্যাচের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলা তামিম ছিলেন বেশ সাবধানী। এক পর্যায়ে তার রান ছিল ২৫ বলে ১৪। এরপর বাড়ান রানের গতি। চার মারেন পেসার উমাইদ আসিফকে। অফ স্পিনার ইফতিখার আহমেদকে ডাউন দা উইকেটে এসে ছক্কায় ওড়ান লং অফের ওপর দিয়ে। একটু পর আসিফকে ছক্কায় ওড়াতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারিতে।
তামিমের বিদায়ের পরই দিক হারায় লাহোর। বিনা উইকেটে ৬৮ থেকে দ্রুত তাদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৮১। আরেক ওপেনার ফখর জামান ২৪ বলে ২৭ করে ফেরার পর দ্রুত বিদায় নেন মোহাম্মদ হাফিজ ও সামিত প্যাটেল। আগের ম্যাচে শেষ দিকে ঝড় তোলা ডেভিড ভিসাও পারেননি কিছু করে দেখাতে, ১৪ বলে অপরাজিত ১৪। শেষ ওভারে শাহিন শাহ আফ্রিদির চার-ছক্কায় ১৩০ ছাড়ায় দলের সংগ্রহ। এই পুঁজি নিয়ে জিততে হলে বোলিংয়ে করে দেখাতে হতো বিশেষ কিছু, পারেননি আফ্রিদি-রউফরা। ৪৯ বলে অপরাজিত ৬৩ রান করে করাচির নায়ক বাবর। ৭ চারে সাজানো ছিল পাকিস্তান অধিনায়কের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
লাহোর কালান্দার্স : ২০ ওভারে ১৩৪/৭ (তামিম ৩৫, ফখর ২৭, হাফিজ ২, ডাঙ্ক ১১, প্যাটেল ৫, সোহেল ১৪, ভিসা ১৪*, শাহিন আফ্রিদি ১২*; ইমাদ ১/৬, আমির ০/৩৮, মাকসুদ ২/১৮, আরশাদ ২/২৬, আসিফ ২/১৮)। করাচি কিংস : ১৮.৪ ওভারে ১৩৫/৫ (শারজিল ১৩, বাবর ৬৩*, হেলস ১১, চ্যাডউইক ২২, ইফতিখার ৪, ইমাদ ১০*; শাহিন আফ্রিদি ০/৩১, রউফ ২/৩০, প্যাটেল ১/২২, দিলবার ২/২৮, ভিসে ০/২১)। ফল : ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন করাচি। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা : বাবর আজম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন-করাচি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ