Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নগরীর বিভিন্ন কাঁচাবাজারে মাস্ক বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৬:০৫ পিএম

দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইসপ্রুভড নিউট্রিশন (গেইন)। প্রাথমিকভাবে ৩০০ ব্যবসায়ীদের মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে বানানো ৪২০০ টি কাপড়ের মাস্ক বিতরণ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকার নিউমার্কেটের বনলতা কাঁচা বাজারে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এসব মাস্ক সরবরাহ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এ এস এম ফেরদৌস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের হাতে এসব মাস্ক সরবরাহ করেন।

গেইন আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোনাল নির্বাহী পরিচালক (জুন-১) এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, গেইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, একই সংস্থার পোর্টফোলিও লিড (লার্জ স্কেইল ফুড ফর্টিফিকেশান অ্যান্ড ভ্যালু চেইন) ডা. আশেক মাহফুজ, ঢাকা নিউ মার্কেটের বনলতা মার্কেট বিজনেস অ্যাসোসিয়েশন-এর যুগ্ম সম্পাদক মো. শফি উল্যাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা ‘উন্নয়ন সংঘ’-এর প্রজেক্ট ডিরেক্টর শাখওয়াত হোসেন। প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন গেøাবাল অ্যালায়েন্স ফর ইসপ্রæভড নিউট্রিশন (গেইন)-বাংলাদেশ এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট জি এম রেজা সুমন।

চলতি বছরের ২৪শে আগস্ট তারিখে নিরাপদ ও পুষ্টিকর খাবার সরবরাহ এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার লক্ষ্যে ’ইটসেইফ: ইভিডেন্স অ্যান্ড অ্যাকশন টুওয়ার্ড সেইফ, নিউট্রিশন ফুড: কভিড-১৯ রিসপন্স’ নামে নতুন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গেøাবাল অ্যালায়েন্স ফর ইসপ্রæভড নিউট্রিশন (গেইন)-এর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ’উন্নয়ন সংঘ’ ও আরকেড ফাউন্ডেশন নামে দুটি বেসরকারি সংস্থা। প্রাথমিকভাবে এক বছর মেয়াদী প্রকল্পটি ইউএসএইড, গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে সরকার মানুষকে কাঁচাবাজার, অফিস-আদালত, হাসপাতালসহ বিভিন্ন স্থান ও ঘরের বাইরে বের হওয়ার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করলেও এখনও নগরীর অধিকাংশ কাঁচা বাজারগুলিতে তা তেমন একটা মানা হচ্ছে না। তাই ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ এস এম ফেরদৌস আলম বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তাই এই ক্ষেত্রে প্রত্যেককে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বার বার হাত ধোয়ার কোন বিকল্প নেই।

আলোচনায় বক্তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান করার পাশাপাশি পুষ্টিকর ও নিরাপদ খাবার সরবরাহ এবং বিপণন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার তাগিদ দেন।

উল্লেখ্য, আগামী ২৩শে নভেম্বর নগরীর ইসলামবাগ সিটি করপোরেশন কাঁচা বাজারে ব্যবসায়ীদের মাঝে আরও ৩ হাজার মাস্ক বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাস্ক বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ