Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা সনাক্ত ২৭ জনের, মৃত্যু নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৪:৪৮ পিএম

গত ২৪ ঘণ্টায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে সিলেটের দুটি ল্যাবে। এই সময়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৪২ জন। এই সময়ে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি বিভাগে। বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্যানুযায়ী, এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ২৬২ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৩ হাজার ১৭ জন; এবং মারা গেছেন ২৩৯ জন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন সিলেট ৮ হাজার ১৩৬, সুনামগঞ্জের ২ হাজার ৪৩৯, হবিগঞ্জের ১ হাজার ৮৭২ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮১৫ জন।

সুস্থদের মধ্যে রয়েছেন সিলেট ৭ হাজার ৩৮৫, সুনামগঞ্জে ২ হাজার ৩৭৭, হবিগঞ্জে ১৫৫০ এবং মৌলভীবাজারের ১৭০৫ জন। করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯২৬ জন। এর মধ্যে ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন উপসর্গ নিয়ে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ