Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বিসিবি’র আন্তরিকতায় মুগ্ধ ইসিবি নিরাপত্তা প্রতিনিধি দল

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে গত ১ জুলাই এবং দেশের সর্ববৃহৎ ঈদের জামাতের দিনে শোলাকিয়ায় সশস্ত্র জঙ্গি হামলার ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে শঙ্কার আভাস ছিল, তা কাটিয়ে উঠছে বিসিবি। ২ ম্যাচের টেস্ট এবং ৩ ম্যাচের ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের সফরকে সামনে রেখে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল গতকাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা পরিকল্পনা দেখে সন্তুষ্টির কথাই শুনিয়েছে। গতকাল দুপুর ১টায় নিরাপত্তা বেস্টনীর মধ্যে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মিরপুরে স্টেডিয়ামের মাঠ, বিভিন্ন প্রবেশ পথ, বিসিবি কার্যালয় ঘুরে ঘুরে দেখে সন্তুষ্টির কথাই মিডিয়াকে জানিয়েছেন ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার Ñ‘যে কোনো দেশ সফরের আগে আমরা এমন রুটিন পরিদর্শন করে থাকি। চারদিনের এই সফরে আমরা টিম হোটেল, মাঠ সব সুযোগ-সুবিধা পরিদর্শন করবো। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব। বাংলাদেশ সরকার ও বিসিবির সহযোগিতায় আমরা মুগ্ধ। আমরা আরও ২৪ ঘণ্টা এদেশে থাকবো। শুক্রবার (১৯ আগস্ট) আমরা চট্টগ্রামে যাবো। ওখানকার সুযোগ সুবিধাদিও সরেজমিনে দেখবো।’
পূর্ণ নিরাপত্তায় আইসিসির মেগা ইভেন্টে সফল আয়োজনে প্রশংসিত বিসিবিকে আপাততঃ আশ্বস্ত করতে চান এই প্রতিনিধি দলের প্রধান জন কারÑ ‘স¤প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসির আয়োজন সম্পর্কে আমরা অবগত আছি। রেগ ডিকাসন আগেও বাংলাদেশে দলের সঙ্গে ছিল। এখানকার নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারেও আমরা অবগত।’
তবে ঢাকায় নেমে বৃটিশ ও অস্ট্রেলিয়া হাই কমিশন, যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে গত পরশু কথা বলে, গতকাল মিরপুর স্টেডিয়াম সরেজমিন পরিদর্শন করেও কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দিতে পারছেন না জন কার। এখনো অবশিষ্ট আছে তাদের আরো কিছু সম্পর্কে জানা। তারপর দেশে ফিরে যে রিপোর্ট দিবেন, তার উপরই নির্ভর করছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর, এমনটাই জানিয়ে দিয়েছেন তিনিÑ ‘স¤প্রতি বাংলাদেশ সরকার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারেও আমরা সচেতন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমরা সুনির্দিষ্ট কিছুই বলতে পারবো না। আমাদের পর্যবেক্ষণ সম্পর্কে কিছু বলতে পারছি না। ইংল্যান্ড ফিরে আমরা প্রতিবেদনে জমা দেব। তারপরই এটি প্রকাশ হবে।’
এদিকে গতকাল মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে ইসিবি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রাণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষের সঙ্গে যে বৈঠক করেছেন, তাতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে যথাসময়ে আসবে বলে মনে করছেন স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানÑ ‘ইসিবি প্রতিনিধি দল জানতে এসেছেন বাংলাদেশে ম্যাচ হওয়ার পরিবেশ আছে কিনা। আমরা যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি তা জানিয়েছি। কী ধরনের পদক্ষেপ নিয়েছি, তা তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। প্রতিনিধি দলকে এ কথাও বলেছি, ইতোপুর্বে যেসব আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, সেগুলোতে যথার্থভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলাম। সেগুলো কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন করা সম্ভব হয়েছিল।’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ইসিবি প্রতিনিধি দলের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, পরিচালক জালাল ইউনুস, আই এইচ মল্লিক ও বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি’র আন্তরিকতায় মুগ্ধ ইসিবি নিরাপত্তা প্রতিনিধি দল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ